1. অনলাইনে আবেদন ফরমটি পূরণ করতে তোমার একটি জি-মেইল অ্যাকাউন্ট লাগবে। যদি অ্যাকাউন্ট না থাকে তবে এই লিঙ্কে (click here) গিয়ে তোমার অ্যাকাউন্ট খুলে নিতে পারো।
2. একটি জিমেইল দিয়ে একটি ফরম পূরণ করা যাবে।
3.ব্রাউজার হিসেবে Firefox / Google Chrome ব্যবহার করলে ভালো। অন্য কোনো ই-মেইল অ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় থাকলে, সেগুলোকে অবশ্যই লগ-আউট করে নিতে হবে।
4. জি-মেইলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার পর My Application-এ বর্ণিত ধাপসমূহে সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে।
5.একজন শিক্ষার্থী কেবল একটি বিভাগেই আবেদন করতে পারবে।
6. আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের (Max size 100kb) ছবি আপলোড করতে হবে।
7. ফরমটি জমা হয়ে গেলে কোনো রকম তথ্য সংযোজন বা বিয়োজন করা যাবে না।
8. ফরমটি জমা দান শেষে My admit card option থেকে Admit card সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।